ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

কেশবপুরে আ.লীগ প্রার্থীর কার্যালয়ে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
কেশবপুরে আ.লীগ প্রার্থীর কার্যালয়ে হামলা

যশোর: যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার ভেরচী বাজারে এ ঘটনা ঘটে।

এতে ওই প্রার্থীর ৫ কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ওই ইউনিয়নের ভরতভায়না ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মোল্যা (৫২) ও দশকাহুনিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফেজ মতিয়ার রহমান খানের  (৪৬) নাম জানা গেছে। এদের মধ্যে ইদ্রিস আলী মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গৌরীঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এস এম সিদ্দিকুর রহমানের ছেলে যুবলীগ নেতা এস এম সোহেল রানা শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে রাতে ভেরচী বাজার দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা ‍‌আওয়ামী লীগের প্রার্থী এস এম হাবিবুর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে আমি তাদের থানায় লিখিত অভিযোগ করতে বলেছি।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ