পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) রাতে আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার নিজে বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় একই গ্রামের জুয়েল শেখকে প্রধান আসামি ও তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী যুবলীগ নেতা মাইনুল ইসলামকে তিন নম্বর আসামি করা হয়েছে।
মামলা সূত্র জানায়, বুধবার (১১ মে) রাত পৌনে ১১টার দিকে পৌরশহরের কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে ইসরাত মেডিকেল হলের মধ্যে নাসির হোসেন হাওলাদার বসে ছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে আসামিরা ছয় জন সেখানে এসে নাসির হোসেনকে লক্ষ্য করে দু’টি গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে মাইনুল ইসলামের অভিযোগ, তাকে হয়রানি করার জন্য নাসির হোসেন মিথ্যা অভিযোগে মামলা করেছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসআরএস/এসআর