ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেওয়ানগঞ্জে আ.লীগের ১০ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
দেওয়ানগঞ্জে আ.লীগের ১০ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

জামালপুর: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ মে) রাতে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বহিষ্কৃতরা হলেন- দেওয়ানগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামিউল হক, চর আম খাওয়া ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান আকন্দ, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আল আমিন, ডাংধরা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান, হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাজাহান আলী আকন্দ, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লেমন সিদ্দিকী, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক সুরুজ্জামান, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখিত ব্যক্তিদ্বয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্ব-স্ব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ