ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জাবিতে মেয়ে হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
জাবিতে মেয়ে হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি মেয়ে হলে ইউনিট কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

 

রোববার (২৯ মে) রাতে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

 

নুতন কমিটি গুলো হলো- ফজিলাতুন্নেসা হলের সভাপতি মৌমিতা গাঙ্গুলি, সহ-সভাপতি জেবা হুমায়রা, সাধারণ সম্পাদক খাদিজা ইয়াসমিন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিনা ইসলাম ঈশিতা, সাংগঠনিক সম্পাদক মরিয়ম মিতু-১, নিগার সুলতানা সুলতানা নিশী-২ ও শামীমা শিমু-৩।

প্রীতিলতা হলের সভাপতি মেহের আফরোজ সোয়াদ, সহ-সভাপতি মাহবুবা খাতুন স্বপ্না-১, সাবিকুন নাহার সোনিয়া-২, জান্নাতুল ফেরদৌস ইশা-৩, মারিয়া আফরিন-৪, শতাব্দী তৌমিক-৫, সাধারণ সম্পাদক আলিফা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাতী সাহা-১, নাহিদা সিদ্দিকা নীলা-২, ইশরাত জাহান নিশাত-৩, সাংগঠনিক সম্পাদক সোমা আক্তার-১, মৌসুমি ইসলাম সুইটি-২ ও ফারহিন তাসনোভা মুমু-৩।

জাহানারা ইমাম হলের সভাপতি ফাতেমাতুজ জোহরা চিনি, সহ-সভাপতি মোশারিফা সুলতানা চৈতি-১, সাদিয়া আফরিন পাপড়ি-২, জান্নাতুল মাওয়া যুঁথি-৩, সাধারণ সম্পাদক রুম্পা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল শাহিদা প্রাপ্তি-১, প্রিয়া-২, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সাদাফ ঐশী-১ ও নিশাত কামাল বৃষ্টি-২।

নওয়াব ফয়জুন্নেসা হলের সভাপতি সালমা আক্তার বিন্দু, সহ-সভাপতি জোহরা খাতুন হ্যাপী, সাধারণ সম্পাদক স্বর্নালী শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাতী খান-১, শামীমা হক সোমা-২, সাংগঠনিক সম্পাদক শাস্তী সরকার তিথী-১ ও তানজিনা আক্তার মীম-২ দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া জাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে শারমিন আক্তার সুপ্তা (ফজিলাতুন্নেসা হল), সুমনা বিশ্বাস  (প্রীতিলতা হল), তাসনোভা রশিদ, তাহমিনা আক্তার তনু ও জেনিফার এহসান জেভা (জাহানারা ইমাম হল), মাহফুজা হাসান ঈশিতা (নবাব ফয়জুন্নেসা হল)।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, আমরা আশা করি মেয়েরাও হলগুলিতে ছাত্র রাজনীতি সক্রিয় ভূমিকা পালন করবে। এছাড়া তারা তাদের দায়িত্ব থেকে সাধারণ শিক্ষর্থীদের দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি এ কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ