ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএম কলেজে ছাত্রলীগের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ২, ২০১৬
বিএম কলেজে ছাত্রলীগের ধর্মঘট ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের কর্মী রেজাউল করিম রেজা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ধর্মঘট পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১০টা থেকে বিএম কলেজের প্রধান ফটক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী ধর্মঘট করে তারা।

এ সময় নেতাকর্মীরা কলেজের সামনের সড়ক আটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে ওই সড়কে
যানবাহন চলাচলে প্রতিন্ধকতা সৃষ্টি হয়।

অপরদিকে কলেজে এসে ভেতরে প্রবেশ করতে না পেরে শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ে।

পরে কলেজের শহীদ মিনার গেটের সামনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন রেজা হত্যা মামলার অন্যতম আসামি  বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করতে না প্রশাসন।

সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ্ মুনিম, মাসুম বিল্লাহ, সাদ্দাম হোসেন প্রমুখ।
 
এদিকে, রেজা হত্যার বিচার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সৈয়দ হাতেম আলী কলেজ, ইসলামিয়া কলেজসহ বিভিন্ন কলেজে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬‍
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ