ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লন্ডন গেছেন সৈয়দ আশরাফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
লন্ডন গেছেন সৈয়দ আশরাফ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে গেছেন।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে সৈয়দ আশরাফ ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সৈয়দ আশরাফ বৃহস্পতিবার (১৬ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দক্ষিণ এশিয়া ডায়াসপোরা সম্মেলনে যোগ দেবেন।

এছাড়া ২৩ জুন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্য থাকবে কি থাকবে না সে বিষয়ে ভোট হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সৈয়দ আশরাফ সেখানে প্রবাসী বাঙালিদের ইইউতে যুক্তরাজ্যের থাকার বিষয়ে জনমত গঠন করবেন বলেও সূত্রটি জানায়।

প্রতি বছরই রোজার সময় সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন যান। সেখানে তার স্ত্রী ও একমাত্র মেয়ে থাকেন। তাদের সঙ্গেও সময় কাটাবেন তিনি। আগামী ২৭ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ