ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছুরিসহ বরিশাল মেডিকেলের ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
ছুরিসহ বরিশাল মেডিকেলের ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পুলিশের বিশেষ অভিযানে বরিশাল  শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
 
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি ও সাতটি কাঁচের বোতল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌনে ১০টার দিকে বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
তারা হলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের ছাত্র  ও চুয়াডাঙ্গার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে সাবা বিন মজিদ এবং একই বর্ষের ছাত্র ও যশোরের শষীপাড়া এলাকার বাসিন্দা আ. আজিজের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

সম্প্রতি মেডিকেল কলেজে যুব রেড ক্রিসেন্ট ক্লাবের কমিটি গঠন করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তুহিন গ্রুপের দায়ের হওয়া মামলায় একটির এজাহারে তাদের নাম রয়েছে।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ বাংলানিউজকে জানান, ওই দুই নেতার সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ