ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নাটোর ও লালপুরে ১৪ দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
নাটোর ও লালপুরে ১৪ দলের মানববন্ধন

নাটোর: দেশব্যাপী গুপ্তহত্যা ও বিএনপি-জামায়াতের সরকার বিরোধী চক্রান্তের প্রতিবাদে নাটোর ও লালপুরে মানববন্ধন করেছে ১৪ দল।

 

রোববার (১৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নাটোর প্রেসক্লাবের সামনে ও লালপুর বাজারের গোলচত্বরে এই মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে নাটোর প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এমপি, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা জাসদের সভাপতি আব্দুল মুঈত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আরী বাবলু, সামসুল ইসলাম, চিত্তরঞ্জন সাহা, বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরী প্রমুখ।

অপরদিকে, লালপুরে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ