ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বেগমগঞ্জে ইফতারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বেগমগঞ্জে ইফতারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে ইফতার মাহফিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী বাবুলকে (২৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ