ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গিমুক্ত বাংলাদেশের দাবিতে শহীদ মিনারে হাজারো মানুষ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
জঙ্গিমুক্ত বাংলাদেশের দাবিতে শহীদ মিনারে হাজারো মানুষ ছবি: দীপু

ঢাকা: সম্প্রতি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার প্রতিবাদে ডাকা ১৪ দলের সমাবেশে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো মানুষ।

সোমবার (১১ জুলাই) দুপুর সোয়া ৩ টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জমায়েত হন।

সমাবেশ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনের রাস্তায়, টিএসসি, চানখাঁর পুল, হাইকোর্ট এলাকায় চেকপোস্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে অংশ নিতে আসা প্রতিটি নেতাকর্মীকে তল্লাশি করা হচ্ছে।

এদিকে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে শহীদ মিনার এলাকা। নেতাকর্মীদের সবার মুখে একটাই স্লোগান জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ