ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

১৪ দলের সমাবেশে হঠাৎ বৃষ্টির হানা 

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
১৪ দলের সমাবেশে হঠাৎ বৃষ্টির হানা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: সোমবার (১১ জুলাই) বিকেল ৩টা। কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ।

 

লোকে লোকারণ্য হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। কিন্তু হঠাৎ সেখানে হানা দেয় আষাঢ়ের বৃষ্টি।  

বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে অংশ নেন ১৪ দলের নেতা-কর্মীরা। তবে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভবনের নিচে বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষার চেষ্টাও চালান অনেকে।  

সমাবেশস্থলের খোলা জায়গা থেকে মঞ্চের দিকে এগিয়ে যেতে চাইলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  

মাইক্রোফোন হাতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাত জেগে জঙ্গি দমনে কাজ করতে পারেন, আর আমরা একটা দিন কষ্ট করতে পারি না!’

‘এটুকু বৃষ্টিতে বসতে পারেন না! কাপড় নষ্ট হয়ে যাবে? আমাদের ছেলেরা মারা যাচ্ছে, পুলিশ জীবন দিচ্ছে। আর আপনারা দাঁড়িয়ে ভিজতে পারেন না?’

তবে মিনিট পাঁচেক বৃষ্টি শেষে আকাশে ঝলমলে রোদ উঠে। নেতাকর্মীরাও বসে যান সমাবেশস্থলে।  

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন, নাজমুল হুদা প্রমুখ।

** জঙ্গিমুক্ত বাংলাদেশের দাবিতে শহীদ মিনারে হাজারো মানুষ

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ