ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘জঙ্গিদের স্থান বাংলাদেশে নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
‘জঙ্গিদের স্থান বাংলাদেশে নেই’ ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘জঙ্গিদের স্থান বাংলাদেশে নেই’ এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  

অ্যাডভোকেট কামরুল বলেন, ‘পরিবারের একটি সন্তান মাদকাসক্ত হলে পুরো পরিবারের জন্য বিপদের কারণ হয়ে উঠে। কিন্তু পরিবারে একজন জঙ্গি হয়ে গেলে তা পুরো দেশের জন্য হুমকির কারণ। যে হুমকির সম্মুখীন এখন সমগ্র বাংলাদেশ।

‘জঙ্গিদের স্থান বাংলাদেশে নেই। কঠোর হাতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা হবে। ’

‘ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি পক্ষ দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মত্ত রয়েছে। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘গুলশান হামলার পর তিনি (খালেদা জিয়া) প্রথম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কিন্তু পরবর্তীতে যখন নির্বাচনের কথা বললেন তখন বোঝা গেল তিনিও ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ’

মানববন্ধনে আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসজে/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ