ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গি প্রতিরোধে কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
জঙ্গি প্রতিরোধে কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ চলছে।

এরই মধ্যে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীসহ হাজারো তরুণ।

বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার তরুণদের নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শপথ নেবে যুবলীগ।

‘সন্ত্রাস-নৈরাজ্য-উগ্র ধর্মান্ধতা ও জঙ্গিবাদঃ রুখে দাঁড়াও যুব সমাজ’ স্লোগানে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করছেন  সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

এতে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আর যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী প্রধান বক্তা হিসেবে যোগ দিয়েছেন সমাবেশে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এসকে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ