ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বগুড়ায় পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 
বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।  

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন শাহীন, মিজানুর রহমান বকুল, সুলতান মাহমুদ খান রনি, ওবায়দুল হাসান ববি, অ্যাডোনিস তালুকদার বাবুসহ পৌরসভার সব ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ