ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

তারেকের রায় কার্যকরের দাবিতে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
তারেকের রায় কার্যকরের দাবিতে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

 

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাবি ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, লন্ডনে থেকে তারেক রহমান দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে এ রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, আল-আমিন সেতু, সহ-সভাপতি শুভাষিশ কুন্ডু টনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, উপ-তথ্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা, সহ-সম্পাদক তানভীর হাসান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিক, জাহানারা ইমাম হল সভাপতি আজরীন ফাতেমা, আফম কামাল উদ্দিন হল সাধারণ সম্পাদক এনামুল হক ভূইয়া নোলক, ছাত্রলীগ নেতা সিফাত, সুমন, প্রত্যয়, শামীম, প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ