ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজশাহীতে কৃষক লীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
রাজশাহীতে কৃষক লীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ২৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও কাগজ পুড়ে যায়।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে জানান, ওই কার্যালয়ে ২৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন এবং তার কর্মীরা বসতেন।

ওসি আরও জানান, মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। তবে এলাকাবাসী দুর্বৃত্তদের কাউকে দেখতে পাননি। এ সময় আশপাশের লোকজন গিয়েই আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেনকে ফোর্সসহ সেখানে পাঠানো হয়েছে।

এছাড়া থানায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশর এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা,  জুলাই ২৬, ২০১৬
এসএস/জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ