ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের মদদে টার্গেট কিলিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএনপি-জামায়াতের মদদে টার্গেট কিলিং ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: দেশে পুরোহিত হত্যা থেকে শুরু করে টার্গেট কিলিং যা হয়েছে, তার পেছনে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা পৃথিবীতে অদ্বিতীয় ঘটনা। সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, রাজাকার- আল বদরদের সঙ্গে কোনোদিনই জাতীয় ঐক্য সম্ভব নয়।

এর আগে মন্ত্রী শোলাকিয়া হামলায় নিহত ঝর্ণা রাণী ভৌমিকের পরিবারের সদস্যেদের খোঁজ-খবর নেন। পরে স্থানীয় আজিমুদ্দিন স্কুল মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জঙ্গি বিরোধী সমাবেশে অংশ নেন।

এ সময় তার সঙ্গে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা সংসদ সদ্য ডা. এনামুর রহমান ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ