ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রমেকে ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
রমেকে ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব

রংপুর: পূর্বের কমিটি বাতিল না করেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকাল ১০টায় পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজের পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়।

রংপুর জেলা ছাত্রলীগ পূর্বের কমিটি বাতিল না করেই বুধবার (২৭ জুলাই) মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে।

কর্মীদের অভিযোগ, মাসুদ পারভেজকে সভাপতি ও গৌরাঙ্গ চন্দ্র শাহাকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হলেও পূর্বের কমিটি বাতিল করা হয়নি।

এ প্রসঙ্গে পুরাতন কমিটির সভাপতি মাহফুজুল হক রাকিব বাংলানিউজকে জানান, আগের কমিটি বিলুপ্ত না করেই নতুন কমিটি গঠন করা যায় না।

পদবঞ্চিত নেতাকর্মীরা শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিলে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ