ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বেগমগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বেগমগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাসুদ (৩০) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে ইউনিয়নের চৌমুহনী দক্ষিণ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

এতে আরো ছয় কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত মাসুদ হাজীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিকেলে হাজীপুরের চৌমুহনী দক্ষিণ বাজার এলাকায় স্থানীয় যুবলীগের সম্রাট ও সুমন গ্রুপের মধে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে মাসুদ, সোহেল, আলো, সেলিম, বেলাল, হারুনসহ উভয়পক্ষের সাতজন গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল  হাসপাতালে নেওয়ার পথে মাসুদের মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদ উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ