ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মৌলভীবাজারে ১৪ দলের সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
মৌলভীবাজারে ১৪ দলের সমাবেশ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে এবং বিদেশি নাগরিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মৌলভীবাজারে সমাবেশ করেছে ১৪ দল।

রোববার (৩১ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদদের প্রশাসক আজিজুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, জেলা আওয়মী লীগের সহ সভাপতি মো. ফিরোজ, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মিন্টু, সদর আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, ওয়ার্কাস পার্টি নেতা আব্দুল আহাদ মিনার, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।

সমাবেশে বক্তারা জঙ্গি উত্থান ঠেকাতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ