ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গিবাদ ও হত্যকাণ্ডের বিরুদ্ধে বগুড়ায় ছাত্রলীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
জঙ্গিবাদ ও হত্যকাণ্ডের বিরুদ্ধে বগুড়ায় ছাত্রলীগের মিছিল

বগুড়া: বিএনপি-জামায়াতের গড়ে তোলা জঙ্গিবাদ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে বগুড়ায় সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

 

 
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়।

মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।
 
এছাড়া সভায় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, ছাত্রনেতা সনত কুমার সরকার, জাকিউল আলম জনি, যুবলীগ নেতা ইফতারুল ইসলাম মামুন, ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা শিবলু, গোলাম সারওয়ার মিলন, সেভিট মন্ডল, সাব্বির হোসেন, পিয়াস, আরমান, স্বাধীন, তোফাজ্জল হোসেন, রনজু, রকি, রাকিব, সুইট, সাজু, শামিম হোসেন, আবু হাসান পলাশ, জয়, ইউছুফ আলী, নিরব খন্দকার, রিমন মন্ডল, তমাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমবিএইচ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ