ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. ফয়সল (২৮) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফয়সল বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে ও বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে বেশ কয়েক মাস থেকে ফয়সল এলাকা ছেড়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শনিবার রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় চৌকিদার বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউরর রহমান নিশান জানান, ফয়সল বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে সহযোগিতা করায় তাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ