ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লোহাগড়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
লোহাগড়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে নূর ইসলাম মৃধা (৫৬) নামে এক কৃষকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার পারমল্লিকপুর  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম পারমল্লিকপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন তার স্বজনরা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পারমল্লিকপুর গ্রামের ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
 
পরে ঠাকুর পক্ষের লোকজন নূর ইসলাম মৃধার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় নূর ইসলামের এক মেয়েসহ আরো ১২ জন আহত হয়।

লোহাগড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ