ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জবি ছাত্রলীগের সম্মেলন ৬ সেপ্টেম্বর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জবি ছাত্রলীগের সম্মেলন ৬ সেপ্টেম্বর

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ শাখার সম্মেলন ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জবি ছাত্রলীগকে এ বিষয়ে চিঠি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১৭ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি বলেন,  ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় জবি শাখা ছাত্রলীগের সম্মেলন আয়োজন করতে সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের চিঠি পেয়েছি, যথা সময়েই সম্মেলন আয়োজন করা হবে। ’

২০১২ সালের ৩ অক্টোবর জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন এফএম শরীফুল ইসলাম শরীফ এবং এসএম সিরাজুল ইসলাম সিরাজ হন সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ