ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গ্রেনেড হামলার বিচার দাবিতে গোপালগঞ্জে মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
গ্রেনেড হামলার বিচার দাবিতে গোপালগঞ্জে মিছিল সমাবেশ

গোপালগঞ্জ: ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ মিছিলটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের চৌরঙ্গীতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ