ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে ছিনতাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ আলী শহরের টিকাপাড়া এলাকার মৃত শাহাবুদ্দিন সাকুর ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অটোরিকশা ব্যবসার ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন মোহাম্মদ আলী। পথে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এলে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ