ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যুবলীগ নেতা পারভেজের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
যুবলীগ নেতা পারভেজের বাবার ইন্তেকাল ফাইল ফটো

ঢাকা: যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল পারভেজের বাবা জবেদ আলী ভূঁইয়া (৭৪) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মঙ্গলবার (৩০ আগস্ট) যুবলীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ গ্রাম বাড়ৈ পাড়ার ন‍ূরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার গোরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার (২৯ আগস্ট) ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার নিজ বাসভবনে রাত ৮টায় টায় ফুসফুসজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ