ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে মজিদ মেটোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রোহান সিটি কলেজের ডিগ্রির ছাত্র। তার বাসা মহানগরীর বানিয়াখামার। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এরআগে রাত ১১টার দিকে মহানগরীর পিটিআই মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খুলনা সদর থানার পরিদর্শক ফরিদ বাংলানিউজকে বলেন, পিটিআই মোড়ে রোহান অবস্থান করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত আক্রমণ করে রোহানের দুই হাত ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
 
তিনি আরো জানান, রোহানের বিরুদ্ধে সদর থানায় ৭/৮টি মামলা রয়েছে। এছাড়া রোহানের ওপর হামলার ঘটনাস্থলে ‍একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা,  সেপ্টেম্বর ০১, ২০১৬
এমআরএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ