ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: চলতি সেপ্টেম্বরে যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্য সেপ্টেম্বর থেকে তিনি পর্যায়ক্রমে এসব দেশ সফর করবেন।



কানাডায় দ্বিপাক্ষিক সফরে যাবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে যাবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে। নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়াও বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী প্রথমে যুক্তরাজ্য যাবেন। সেখান থেকে তিনি কানাডা এবং সব শেষে যুক্তরাষ্ট্র যাবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাজ্য, ১৫ সেপ্টেম্বর কানাডা এবং ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যেতে পারেন প্রধানমন্ত্রী। ২৭ বা ২৮ সেপ্টেম্বরের দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এমইউএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ