ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

পাকিস্তানের অবস্থান ন্যক্কারজনক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
পাকিস্তানের অবস্থান ন্যক্কারজনক

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের বিবৃতিকে ন্যক্কারজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।

দীপু মনি বলেন, যুদ্ধাপরাধী বিচারের ইস্যুতে পাকিস্তান ন্যক্কারজনক ভূমিকা এর আগেও নিয়েছে, এবারও নিলো। এতে আবারও প্রমাণিত হলো যে, এরা যুদ্ধাপরাধী ছিলো, এরা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে।

যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মানুষের দাবি। আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচারকার্য সম্পন্ন হয়েছে। জিয়াউর রহমানের অবৈধ শাসনের কারণে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিলো এই বিচারের মাধ্যমে তা দূর হয়েছে বলেও মন্তব্য করেন ডা. দীপু মনি।

আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, রাজাকার আল বদরদের ঘাড়ে এখনও পাকিস্তানের ভূত চেপে আছে। যুদ্ধাপরাধীরা কখনও জাতির কাছে ক্ষমা চায়নি। তারা এখনও নিজেদের পাকিস্তানিই মনে করে। তাই পাকিস্তানও তাদের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি জঙ্গিবাদকে রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যবহার করছে।

বৈঠক প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে সফল করতে আজকের বৈঠক হয়েছে। গঠনতন্ত্রকে আরও আধুনিক করতে আমরা সুপারিশ করবো। কীভাবে দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হবে তা নিয়েই আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
ইউএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ