ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুষ্টিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
কুষ্টিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঘটা এ সংঘর্ষের সময় গ্রামের অন্তত ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়।

নিহতরা হলেন- ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়ার ইমান আলী (৩৫) ও বৈদ্যনাথপুর গ্রামের শাহাবুদ্দিন (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝাউদিয়া ইউপির চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে একাধিকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে কেরামত আলী দলবল নিয়ে মাছপাড়ায় গেলে পূর্ব শত্রুতার জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইমান আলী মারা যান। এসময় আহত হন শাহাবুদ্দিনসহ অন্তত ২০ জন। এ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পর শাহাবুদ্দিন মারা যান।

নিহতরা কে কোন পক্ষের তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ