ঢাকা: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়ায় জাতির অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধির উত্তরোত্তর বৃদ্ধিও কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসেন। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ মাহফিলে অংশ নেন।
এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ার আঞ্জুমান-ই মফিদুল ইসলামের এতিমখানা ও আজিমপুরের ছোটমনি নিবাস এতিমখানায় বিশেষ খাবার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটা ও আনন্দ মিছিলসহ অন্যান্য কর্মসূচি পালনের কথা থাকলেও মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণে সেসব স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমইউএম/এইচএ/