ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহ আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদককে মেয়র টিটুর শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ময়মনসিংহ আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদককে মেয়র টিটুর শুভেচ্ছা

ময়মনসিংহ: নবগঠিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে ময়মনসিংহ পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে ময়মনসিংহ পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু’র নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের শুভেচ্ছা জানান।

ময়মনসিংহ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহবাসীর দীর্ঘ ২৬ বছরের বিভাগ আন্দোলনের পূর্ণতা পেয়েছে। দীর্ঘ ১৪ বছর পর হলেও জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি দেওয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ময়মনসিংহবাসী কৃতজ্ঞ।

শুভেচ্ছা গ্রহণের পর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। বিএনপি যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমএএএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ