ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধনের পর চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আওয়ামী লীগের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রাম, দেশ গড়ার উন্নয়ন এবং দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
তার আগে শান্তির পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আয়োজনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথমে জাতীয় পতাকা পরে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে চলে কিছুক্ষণের সাংস্কৃতিক আয়োজন।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এমইউএম/এমএমকে/আইএ