ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দুই বাংলা হৃদয় থেকে কখনও আলাদা হতে পারিনি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
দুই বাংলা হৃদয় থেকে কখনও আলাদা হতে পারিনি

ঢাকা: পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা পার্থ চ্যাটার্জী বলেছেন, দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনও আমরা আলাদা হতে পারিনি। তাই সবসময়ই আমরা এক।

তিনি বলেন, রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনান্দ দাশ, শামসুর রাহমান সবই আমাদের এক। তারাই আমাদের অনুপ্রেরণা।

শনিবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বক্তব্যে পার্থ চ্যাটার্জী এসব কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে পার্থ বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের উন্নয়নে তার অবদান অনেক। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

‘আমি শ্রদ্ধা জানাই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ