ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দলে দলে আ'লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
দলে দলে আ'লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রবেশের ক্ষেত্রে আগত লোকজনকে তল্লাশি করছে পুলিশ।

এছাড়া পূর্ব নির্ধারিত নিষেধাজ্ঞা এলাকায় যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সব ধরনের ব্যাগসহ অন্য কোন বস্তু সঙ্গে নিয়ে সম্মেলনে প্রবেশ না করতে নেতাকর্মীদের বলা হচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন। এরপর সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সঙ্গে সম্মেলনে প্রবেশ করেন আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীরা।

তবে কাউকে ব্যাগ বা অন্য কোন ভারী বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশ গেটগুলোতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মাধ্যমে দায়িত্বপালন করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ