ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

উন্নয়নের কথা প্রচার করেন না নেতারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
উন্নয়নের কথা প্রচার করেন না নেতারা ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নেতারা সরকারের উন্নয়নের কথা জনগণের মধ্যে প্রচার করেন না বলে মন্তব্য করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ।

 

শনিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দলের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি।

এ অধিবেশনে অন্যান্য বিভাগীয় নেতারাও বক্তব্য দেন।
 
খুলনা বিভাগের পক্ষে বক্তব্য দিতে গিয়ে হারুন অর রশীদ বলেন, ‘আওয়ামী লীগের শত্রু আর কেউ নয়। আওয়ামী লীগের শত্রু আমরা নিজেরাই। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে অন্য কোথাও সমালোচনা না করে নিজেরাই নিজেদের ফোরামে আলোচনা করে যেনো বিষয়গুলোর সমাধান করি’।

‘আপনি যখন গ্রেফতার হয়েছিলেন, তখন আমি বলেছিলাম, নো হাসিনা, নো ইলেকশন’।
 
দলীয় নেতাদের সমালোচনা করে তিনি বলেন, নেতারা দলের উন্নয়নের কথা নেতাকর্মীদের মধ্যে প্রচার করেন না। এটা করলে, আগামী ৩০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে’।
 
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসকে/আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ