ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দলের কেন্দ্রীয় কমিটিতে আনার দাবি উঠেছে।
রোববার (২৩ অক্টোবর) কাউন্সিল অধিবেশনে জেলার নেতারা তাদের বক্তব্যে জয়কে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটিতে সম্মানজনক পদে রাখার দাবি জানাচ্ছেন।
অধিবেশনে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান দলীয় সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘জয় শুধু আপনার ছেলে নন, শুধু বঙ্গবন্ধুর নাতি নন, তিনি বাংলাদেশের সম্পদ। তার যোগ্যতা অনুসারে আওয়ামী লীগের সম্মানজনক পদে আনবেন’।
পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার বলেন, ‘আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জয়কে নেতৃত্বে আনা প্রয়োজন। আমরা প্রত্যাশা করি, জয়কে সম্মানজনক পদে আনা হবে’।
দুপুর ১২টার দিকে কাউন্সিল অধিবেশনে উপস্থিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
শনিবার (২২ অক্টোবর) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনেও সজীব ওয়াজেদ জয়কে সম্মানজনক পদে আনার দাবি জানান তৃণমূলের কাউন্সিলররা।
** বাইরে প্রতীক্ষা, ভেতরে নেতারা
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসকে/এএটি/এএসআর