ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভ‍াবনা নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতির যে কথা বলেছেন, তা পূর্ণ মেয়াদে নির্বাচনের প্রস্তুতি। সুতরাং দেশে আগাম কোনো নির্বাচনের সম্ভাবনা নেই।

এর আগে মন্ত্রী চুয়াডাঙ্গা সার্কিট হাউজে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।

এ সময় সেখানে ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুছ, পুলিশ সুপার রশীদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ