ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে পুনর্নির্বাচিত করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা ডাক বাংলা থেকে মিছিলটি বের হেয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের সেখানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক ও সরিষা ইউপি চেয়ারম্যান শাহজাহান ভুঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএএএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ