ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আ’লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা চলছে

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলের পুনর্নির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়।

এতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সভাপতিমণ্ডলীর ১৬ সদস্যের (ঘোষিত) মধ্যে ১৫ সদস্যই (সভাপতিসহ) অংশ নিয়েছেন। এরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান, রমেশ চন্দ্র ও পীষুষ কান্তি ভট্টাচার্য। অংশ নেননি কেবল পারিবারিক কারণে লন্ডনে যাওয়‍া সৈয়দ আশরাফুল ইসলাম।

দলীয় সূত্রমতে, এ সভায় দলের আগামী দিনের কর্মপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। এ সভা থেকেই নতুন কার্যনির্বাহী সংসদের বাকি সদস্যদের নামের তালিকা চূড়ান্ত করার কথা।

সম্মেলনের পর এটি নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা যেমন, একইসঙ্গে দলের এ সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের দীর্ঘ দিন পরেরও সভা। বিদায়ী কমিটি গঠনের পর প্রথম দিকে সভাপতিমণ্ডলীর ৩-৪টি সভা হয়। এরপর দীর্ঘদিন এই ফোরামের সভা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৭০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ