ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ভোলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ভোলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরে মো. মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এরআগে জাতীয় সংগীত গেয়ে ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে জেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। দেশে রফতানির হার বেড়েছে।

ভোলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, সদস্য নাজমুল হক, কাজী আল মাহমুদ টুকু, মাকসুদুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের সহ সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ