ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জেল হত্যা দিবসে নবাবগঞ্জে র‌্যালি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
জেল হত্যা দিবসে নবাবগঞ্জে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ (ঢাকা): জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় র‌্যালি করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগ ও ডিএন কলেজ শাখা ছাত্রলীগের যৌথভাবে র‌্যালিটি বের করে।

ডিএন কলেজ বটমূল থেকে শুরু হয়ে উপজেলার ভূমি অফিস এলাকা ঘুরে র‌্যালিটি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ করে।

সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস. এম সাইফুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, ডিএন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন শিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ