ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

গণভবনে আইভী ও শামীম ওসমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
গণভবনে আইভী ও শামীম ওসমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমান।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর দু’জনে আলাদাভাবে প্রবেশ করেন।

সন্ধ্যা ৬টায় ঢোকেন আইভী, তারপর ঢোকেন শামীম ওসমান। তাদের সঙ্গে গেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাও।

আসন্ন নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লী‌গের ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আই‌ভী। গতবারের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন শামীম ওসমান।  

মনে করা হচ্ছে, এবার আইভী মনোনয়ন পাওয়ায় এ নিয়ে কথা বলতেই দু’জন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ