ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনীতে আ’লীগের মনোনয়ন পেলেন আজিজ চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ফেনীতে আ’লীগের মনোনয়ন পেলেন আজিজ চৌধুরী

আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে ফেনীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার প্রবীণ রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরী।

ফেনী: আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে ফেনীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার প্রবীণ রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরী।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

আজিজ আহম্মদ চৌধুরী বর্তমানে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যায় শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৬১ জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬

এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ