আশুলিয়া (ঢাকা): সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের ৪৩তম বার্ষিকীর মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জামায়াতের নেতাকর্মীরা নিরীহ মানুষকে হত্যা করে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
পরে মন্ত্রী আল হিকমাহ স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জিপি/টিআই