ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রায় নয় মাস পর প্রত্যাহার হলো সিলেট জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ।

সিলেট: প্রায় নয় মাস পর প্রত্যাহার হলো সিলেট জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ।

রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

এতে নয় মাস পর আবারও সচল হলো সিলেট জেলা ছাত্রলীগের কার্যক্রম।

এ বছরের মার্চ মাসে জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত স্থগিতাদেশ এদিন দুপুরে সংবাদ মাধ্যমে পাঠান সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

নগরীর টিলাগড়ে ছাত্রলীগের সংঘর্ষ এবং সাম্প্রতিক সময়ে জেলা ছাত্রলীগের সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডের প্রেক্ষিতে গত ২৫ মার্চ রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬

এনইউ/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ