ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

আইভীকে নিয়ে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আইভীকে নিয়ে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডে ডা. সেলিনা হায়াৎ আইভী প্রচারণা চালান।


 
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দি রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
 
আইভীর গণসংযোগ নারায়ণগঞ্জ শহরে ১৫নং ওয়ার্ডের জিমখানা মদিনা মার্কেট থেকে শুরু করে নতুন জিমখানা, নগরভবন, নিতাইগঞ্জ, ডাইলপট্টি, বংশাল, নিমতলা, মণ্ডলপাড়া, রেলিবাগান, টানবাজার, থানা পুকুরপাড়, উত্তর রেলিবাগান, নয়ামাটি হয়ে ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ