ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এমপি লিটন হত্যার প্রতিবাদে সাভারে প্রতিবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
এমপি লিটন হত্যার প্রতিবাদে সাভারে প্রতিবাদ ডা. এনামুর রহমানের বাসভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাভার (ঢাকা): গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সাভারে প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমানের বাসভবনে এ প্রতিবাদ আয়োজিত হয়।

প্রতিবাদ সভায় এমপি ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন করে যাচ্ছেন তখন জামায়াতের নেতা-কর্মীরা দেশে মানুষ হত্যা ও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা দেশকে অস্থিতিশীল করতে এমপি লিটনকে গুলি করে হত্যা করেছে।

প্রতিবাদ সভা শেষে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সাধারণ সদস্য সেলিম মন্ডল, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০ ঘণ্টা,  জানুয়ারি ০৩, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ