ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শিক্ষামন্ত্রীকে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
শিক্ষামন্ত্রীকে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্যে দিচ্ছেন ওবায়দুল কাদের/ছবি-কাশেম হারুন

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডাকসুসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ডাকসুসহ ছাত্রসংসদ নির্বাচন দেন।’ 

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সামান্য কারণে ক্যাম্পাস বন্ধ করা সমাধান নয়।

ক্যাম্পাস বন্ধ নয়, অপরাধীকে পুলিশের হাতে তুলে দেন।

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেধা, যোগ্যতা আর আচারণের মাধ্যমে ছাত্রলীগকে আকর্ষণীয় করতে হবে। অনুপ্রবেশকারীদের থেকে ছাত্রলীগকে সাবধান থাকতে হবে। পরগাছামুক্ত ছাত্রলীগ চাই। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদের/ছবি-কাশেম হারুনছাত্রলীগকে বিতর্কমুক্ত রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। বিতর্কৃতদের কমিটিতে স্থান দেওয়া যাবে না। নিয়মিত শিক্ষার্থীর মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তোমরা কোনো নেতার স্বার্থের পাহারাদার হবে না।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, তোমাদের কোয়ান্টিটি দেখে আমি ভয় পাই। কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটির সংযোগ করতে হবে। ট্রাডিশনের সঙ্গে টেকনোলজির যোগ করতে হবে।  

দেশের অগ্রগতিতে সাম্প্রদায়িকত বাধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের মহাসড়কে আজ প্রধান বাধা উগ্র সাম্প্রদায়িকতা। এখান থেকে আজ ছাত্রলীগকে এটির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হবে পরাজিত করার।

অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬

এসকেবি/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ